ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

২৫শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু

প্রকাশিত : ০৯:০৭ এএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার

২৫শে মার্চ রাতে পাকিস্তানী বাহিনীর হাতে আটক হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৬শে মার্চ প্রথম প্রহরে সেই বার্তা চট্টগ্রামে এলে রাজনৈতিক নেতা, বেতারকর্মী, সামরিক বাহিনীর কর্মকর্তাসহ অনেকেই বঙ্গবন্ধুর পক্ষে বেতারে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রায় সঙ্গে সঙ্গে ওয়্যারলেসে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। ঘোষণার কয়েকটি কপি চট্টগ্রাম সংগ্রাম কমিটির নেতাদের কাছে পাঠান সিটি আওয়ামী লীগের সভাপতি জহুর আহমদ চৌধুরীর স্ত্রী ডাক্তার নুরুন্নাহার জহুর। ২৬ মার্চ সকালে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর সার্সন রোডের বাসায় নেতৃবৃন্দের আলোচনার পর সিদ্ধান্ত হয়, বেতারের মাধ্যমে ঘোষণাটি সবাইকে জানানো হবে। সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এম এ হান্নানকে দায়িত্ব দেয়া হয় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়ার। সময়ের কথা মনে হলে এখনো স্মৃতিকাতর হয়ে উঠেন এম এ হান্নানের সন্তানেরা। তবে, বিভিন্ন সময় ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা হয়েছে, তা অমূলক বলে মনে করেন এই গবেষক। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি বারবার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন এম এ হান্নানের ছেলে। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা উদ্দীপ্ত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া বাঙালীদের।