শিগগিরই তনু হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৫:০৪ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার
শিগগিরই কলেজ ছাত্রী তনু হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঘটনা তদন্তে এরিমধ্যে মাঠে নেমেছে র্যাব। তারা তনুর বাবা-মার সাথে এনিয়ে কথা বলেছে। এদিকে, তনুকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, ন্যাট্যকর্মী, সোহাগী জাহান তনু। গেল ২০শে মার্চ টিউশনি করাতে গিয়ে আর ফিরে আসেননি। কিন্তু ঐদিন সন্ধ্যার পর তার লাশ পাওয়া যায় ময়নামতি সেনানিবাস এলাকার একটি কালভার্টের নিচে। হত্যাকান্ডের প্রায় ১ সপ্তাহ পার হয়ে গেলেও এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তবে, শিগগিরই এ হত্যার রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান তিনি।
এদিকে, তনু হত্যা মামলা খতিয়ে দেখার কথা জানিয়েছে র্যাবের মহাপরিচালক।
এছাড়া, হত্যাকাণ্ডের তদন্তে প্রশাসনকে সবরকমের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী গণসংযোগ বিভাগ - আইএসপিআর। ওদিকে, তনুর হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ-সমাবেশ।
রাজধানীর শাহবাগেও হয়েছে গণজাগরণমঞ্চের অবস্থান কর্মসূচি।