বাসযোগ্য নগরীর শীর্ষে মেলবোর্ন, সর্বনিম্নে ঢাকা
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার
বাসযোগ্যতায় বিশ্বের সেরা শহর এখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এরপরেই আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং কানাডার ভ্যাংকুভার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এই র্যা ঙ্কিং করেছে। খবর টাইম্স অব ইন্ডিয়ার।
দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর করা গ্লোবাল লাইভঅ্যাবিলিটি রিপোর্ট শিরোনামের তালিকায় একেবারে তলানিতে স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের বন্দরনগরী করাচি।
তালিকার শীর্ষে থাকা অপর শহরগুলি হলো টরোন্টো (৪র্থ), ক্যালগেরি (৫ম), অ্যাডিলেইড (৬ষ্ঠ), পার্থ (৭ম), অকল্যান্ড (৮ম), হেলসিঙ্কি (৯ম) এবং হ্যামবুর্গ (১০ম)। জরিপে ১৪০টি শহরের বাসযোগ্যতা পরিমাপ করা হয়।
তালিকার একবারে নিচের শহরগুলো হলো- দামেস্ক (১৪০), লাগোস (১৩৯), ত্রিপোলি (১৩৮), ঢাকা (১৩৭), আলজিয়ার্স (১৩৫), করাচি (১৩৪), হারারে (১৩৩), দৌয়ালা (১৩২) এবং কিয়েভ।
সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ এবং শিক্ষা ও অবকাঠামোর অবস্থার নিরিখে এই র্যা ঙ্কিং করা হয়েছে।
//এআর