ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ শুক্রবার নেপালের এএনএফএ কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফয়সাল আহমেদ ফাহিমের হ্যাটট্রিকে বাংলাদেশের জয়টি আসে।

এই জয়ে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত হলো বাংলাদেশের। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে ফয়সালরা।

শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ প্রথমার্ধের ২৯তম মিনিটেই এগিয়ে যায়। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফয়সাল। এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বাংলাদেশ। নাজমুল বিশ্বাসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল। নিশ্চিত হয়ে যায় বাংলাদেশেরও বড় জয়।

আর/ডব্লিউএন