ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গাজীপুরে গণপিটুনিতে ২ যুবক নিহত

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ০৯:০৪ এএম, ২০ আগস্ট ২০১৭ রবিবার

গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। শনিবার উপজেলার বড়সিট ভুঁইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আব্দুল মোতালেবের ছেলে মো. আলম (৩৮) ও তার সঙ্গে থাকা আবুল কালাম (৩৫)। তাদের লাশ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আহত কাভার্ডভ্যান চালক মোকসেদ (৩৮) ঢাকার কেরানীগঞ্জের রজব আলীর ছেলে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মনিরুজ্জামান বলেন, বিকাল ৫টার দিকে একটি কভার্ডভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় উপজেলার বড়সিট ভুঁইয়াবাড়ি এলাকায় উল্টে গিয়ে ধানক্ষেতে পড়ে যায়।

এ সময় কভার্ডভ্যানের ভেতর থেকে গরুর ডাক শোনা গেলে এলাকাবাসী ছুটে গিয়ে একটি গরু উদ্ধার করে। কভার্ডভ্যান চালক ও দুই যুবককে জিজ্ঞাসাবাদ করাকালে সন্দেহ হওয়ায় জনতা তাদের চোর সন্দেহে পিটুনি দেয়।

উদ্ধার করা গরু ও কভার্ডভ্যানটি কাপাসিয়া থানায় রাখা হয়েছে বলে জানান কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খান।

আরকে/ডব্লিউএন