ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহত

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৯ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ২০ আগস্ট ২০১৭ রবিবার

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দশজন নিহত ও ডজন খানেক লোক আহত হয়েছে। আহতদের হাসপাতলে নেয়া হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

এনডিটিভি’র অনলাইন সংস্করণে জানানো হয়, শনিবার পুরি-হরিদার-কালিংগা উতকল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে লাইনচ্যুত হয়। এতে বগিগুলো একটি অন্যটির ওপর উঠে যায়।

ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটে জানিয়েছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসা সহ সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

আরকে/টিকে