স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতি সৌধে সর্বস্তরের মানুষের ঢল
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাননোর পর সর্বস্তরের মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতি সৌধে। শ্রদ্ধা জানাতে আসে রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও।
সাতসকালেই সাভার জাতীয় স্মৃতি সৌধে জড়ো হতে থাকে নানা বয়সের সাধারন মানুষ। স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এইসব মানুষ নিজেদের সাজিয়েছে লাল সবুজের রঙে; হাতে ছিল ফুল।
সবার মাঝে শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপনের অনুভুতি। তারা মনে করেন, মুক্তিযুদ্ধের যে চেতনায় বাংলাদেশ পাড়ি দিয়েছে এতোটা পথ, তা সামনে আরও বন্ধুর।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। যারা এসেছেন, তাদের কথা হলো, অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে না।
স্বপ্নের বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।