ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

এবারের মৌসুম আরও কঠিন হবে: জিদান

প্রকাশিত : ১১:০১ এএম, ২০ আগস্ট ২০১৭ রবিবার

এবারের লা লিগার মৌসুম আরও কঠিন হবে বলে মনে করছেন বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানতবে শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষদের চেয়ে ভালো অবস্থানে থাকার পুরো সুবিধা নিতে চান তিনি

দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিদান বলেন, গত বছর লা লিগা জেতা আমার ক্যারিয়ারের মধ্যে সেরা ছিল। আমরা জানি, এটা জেতা খুবই কঠিন। দলে এই ধরনের ধারাবাহিকতা অসাধারণ কিছু। তাই (লা লিগা জয়ের) অনুভূতি অন্য শিরোপাগুলো থেকে ব্যতিক্রম। এবারের বছরে আবারও এটা করতে চাই। আমরা সবসময় উন্নতি করতে পারি,  এটাই আমাদের উদ্দেশ্য। আমরা জানি, এই বছর আরও বেশি কঠিন হবে।

রোববার দেপোর্তিভো লা করুনার মাঠে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে রিয়াল। বাংলাদেশ সময় রাত দুইটা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এদিন রাত ১২টা ১৫ মিনিটে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আতিথ্য দেবে রিয়াল বেতিসকে।

 

//আর//এআর