স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর স্মৃৃতি বিজরিত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ীতে ঢল নামে দর্শনার্থীদের
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৩০ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার
স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃৃতি বিজরিত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ীতে ঢল নামে দর্শনার্থীদের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সকল শ্রেনী পেশার মানুষ। সবারই কণ্ঠে ছিলো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যাশা।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ ছুটে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ৩২ নম্বর এই বাড়ীতে।
শিশু থেকে বড় সব বয়সী মানুষের ভীড় ছিলো বাড়ীটিকে ঘিরে। বিন¤্র শ্রদ্বা জানান তারা বঙ্গবন্ধুর প্রতি। দর্শনার্থীদের কন্ঠে বিষদের সুর থাকলেও প্রত্যয় ছিলো বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার।
সকল যুদ্বাপরাধীদের বিচারের দাবীও জানান তারা।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।