পরিত্যক্ত ডিম থেকে জন্ম নেওয়া পাখি
প্রকাশিত : ১১:০৮ এএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৪১ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার
সিঙ্গাপুরে জুরং বার্ড পার্ক চিড়িয়াখানায় গেলে দেখা যাবে একটি ফ্লেমিঙ্গো পাখি জুতা পায়ে ঘুরে বেড়াচ্ছে। জুরং বার্ড পার্কে চলতি বছরেই এ পাখিটির জন্ম হয়েছে। পরিত্যাক্ত ডিম থেকে তার জন্ম। খবর বিবিসির।
পাখিটির বয়স প্রায় আড়াই মাস।
একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়। কিন্তু চিড়িয়াখানার ভেতরের কিছু অংশ পাথরে বাঁধাই করা।
এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় এবং পায়ের পাতাও যেন ঠান্ডা ও ভালো থাকে সেজন্য তার জন্য জুতা তৈরি করেছেন কর্মকর্তারা। নীল রঙের জুতা জোড়া পরে হেঁটে বেড়াতে দেখা যায় এই পাখিটিকে।
//এআর