ইউএস ওপেনে খেলবেন না আজারেঙ্কা
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার
গত জুনেই প্রথম সন্তান লিও’র জন্মের পর কোর্টে ফিরেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এরপর বাবার সঙ্গে সম্পর্ক ভালো না হওয়াতে গত জুলাইয়ে বাবার কাছ থেকে আলাদা হন তিনি।
একই সঙ্গে তিনি আসন্ন ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। নাম প্রত্যাহার করার পেছনে কারণ হিসেবে পারিবারিক বিষয়কেই তুলে এনেছেন আজারেঙ্কা।
তিনি বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এবারের ইউএস ওপেনে খেলতে পারবো না। পরিবারের কারণে ব্যস্ত থাকায় এবার খেলা হচ্ছে না। অবশ্য পারিবারিক ব্যস্ততা বলতে তিনি ছেলের দেখভালের বিষয়টি সামনে নিয়ে আসেন। এর আগে তিনি ২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হন। ছেলে লিওকে নিয়ে কোনো ব্যস্ততা না থাকলে টুর্নামেন্টে অংশ নিতেন বলেই জানিয়েছেন তিনি। ঠিক একই কারণে সিনসিনাটি ওপেনেও খেলতে পারেননি আজারেঙ্কা।
আর/ডব্লিউএন