ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

হুমকি উপেক্ষা করে কাবুলে কনসার্ট নারী পপস্টারের

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:২৬ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার

আফগানিস্তানের নারী পপস্টার আরিয়ানা সাঈদ নানা ধরনের হুমকি ও হামলা উপেক্ষা করে কাবুলে একটি কনসার্ট করেছেন।

শনিবার অনুষ্ঠিত তাঁর কনসার্টে অংশ নেয় শত শত তরুণ-তরুণী। আফগানিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

দেশটির ধর্মীয় নেতারা বলছেন, এই কনসার্ট আফগান শিল্পসংস্কৃতির বিরোধী। তবে সাঈদ এই কনসার্ট করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ভক্তদের কাছে আরিয়ানা আফগানিস্তানের `কিম কারদাশিয়ান` হিসেবে পরিচিত।

আর/ডব্লিউএন