ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ব্যস্ততা বেড়েছে কামারশালায়

ইয়াসির আরাফাত রিপন

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৪:৪০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে তাই ব্যস্ততা বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের। একদিকে সরগরম গরু-মহিষ-ছাগল-ভেড়া কেনা বেচার বাজার অন্যদিকে কামারশালায় দিনরাত ঠুং-ঠাং আওয়াজ। কোরবানির উপযোগী দা-ছুরি বানানো এবং শান দিতে ব্যস্ত কামাররা। এক রকম পাল্লা দিয়ে কাজে নেমেছেন তারা।

আগামী ২ সেপ্টেম্বর কোরবানির ঈদের তারিখ নির্ধারণ হওয়ায় দা-ছুরি সংস্কারের জন্য রাজধানীবাসী ইতোমধ্যে ভিড় করছেন কামারের কাছে। কেউ দাম-দর করছেন বাজার বোঝার জন্য কেউবা কিনে নিচ্ছেন পছন্দের দা-ছুরি।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজার এলাকার কামারশালা ঘুরে এসব চিত্র দেখা যায়।

দা-ছুরি কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে সাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী ইটিভি অনলাইনকে বলেন, আমাদের এখানে বিক্রি সব সময়ই ভালো হয়। তবে সামনে কোরবানি উপলক্ষে বিক্রি বেশি হয়।

কেমন দাম জানতে চাইলে তিনি বলেন, সাধারণত এক কেজি ওজনের দা ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। সোয়া কেজিগুলো বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা পর্যন্ত। আর ছুরি ৬০ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মুস্তাফিজুর রহমান নামের এক ক্রেতা বলেন, বছরের অন্যান্য দিনে এগুলোর ব্যবহার নেই। কসাই দিয়েই পশু জবাই করিয়ে নিই। তারপরও ছুরিটা লাগে তাই কিনতে আসা।

হাফিজ নামের একজন বলেন, প্রতি বছরের ন্যায় এবার ঈদেও কন্ট্রাক্টে পশু জবাই করব আমরা কয়েকজন। এসময় ভালো মানের দা-ছুরির প্রয়োজন হয়। এখানে ভালো মানের দা-ছুরি পাওয়া যায়। তাই কিনতে এসেছি। তবে তিনি এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, বছরের অন্য সময়ের চেয়ে ঈদের আগে কামাররা দা-ছুরির দাম অনেক বেশি ধরছে।

আর/ডব্লিউএন