ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

অর্থ যাবে বন্যার্তদের জন্য : বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ১০:০৫ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার

দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠান হবে না। উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই অনুষ্ঠানটা বাতিল করেছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল’র পঞ্চম আসর। ২ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। তবে উত্তরাঞ্চলে বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রসঙ্গত, গত বছর অনুষ্ঠিত বিপিএলের চতুর্থ আসরেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য ছিল জমজমাট আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার। উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে।

আর/ডব্লিউএন