দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার হুমকি উত্তর কোরিয়ার
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৪:১০ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার
‘বিশ্বাসঘাতকতার’ জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ক্ষমান না চাইলে সিউলে তার বাসভবনে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
ওয়াশিংটন ও সিউলের সাম্প্রতিক সামরিক মহড়াকে উত্তর কোরিয়ায় অগ্রাসনের মহড়া বলেই মনে করছে পিয়ং ইয়ং। রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে জানানো হয়, আদেশ পাওয়ার পর মুহুর্তের মধ্যেই হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া। ১৯৬৮ সালে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালায় দেশটি। এতে দু’দেশের ৩৮ নাগরিক নিহত হয়। এছাড়া আলাদা প্রচারণায় ওয়াশিংটনে হামলার হুমকিও দেয়া হয়।