ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ গ্রিজমান-বানেগা

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ১০:৩৩ পিএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার

রেফারির সঙ্গে বাজে আচরণ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আন্তনি গ্রিজমান ও সেভিয়ার মিডফিল্ডার এভার বানেগা।

রোববার গিরোনার বিপক্ষে ডাইভিংয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফরাসি তারকা গ্রিজমানকে। এই সিদ্ধান্তে গ্রিজমান ক্ষুব্ধ হয়ে রেফারিকে গালি দেন।

প্রায় একই ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হন আর্জেন্টাইন তারকা বানেগা।

তবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্জিও রামোস এক ম্যাচই নিষিদ্ধ থাকবেন। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লাল কার্ড দেখায় আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ লা লিগা ম্যাচে খেলতে পারবেন না রামোস।