বিয়ে না করে একসঙ্গে বসবাস, যুগলের ছয় মাস সাজা
প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৪ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার
রাজশাহীর বাঘায় বিয়ে না করে একসঙ্গে অবৈধভাবে বসবাস করায় এক যুগলের ছয় মাস সাজা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ সাজা দিয়ে তাঁদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম তাঁদের এ সাজা দেন।
দণ্ডিতরা হলো-ইস্রাফিল হোসেন ও শাপলা খাতুন। তারা বিয়ে না করে এক সঙ্গে অবৈধভাবে বসবাস করায় এ সাজা পায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে বাউশা ধন্দপূর্বপাড়া গ্রাম থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনসাফনগর এলাকার ইস্রাফিল ও রাজশাহী বহরামপুর এলাকার শাপলা খাতুনকে আটক করা হয়। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক সঙ্গে বসবাস করে আসছিল। সম্প্রতি গ্রামবাসী বিষয়টি টের পেয়ে থানায় অভিযোগ দেয়। পরে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে।
//এআর