ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পানি সংকট নিরসন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতার আহবান গওহর রিজভীর

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৩:১৯ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

পানি খাতে সুশাসন নিশ্চিত করতে আইন থাকলেও আমলাতান্ত্রিক জাটিলতায় তা কার্যকর করা যা”েচ্ছ না বলে মনে করে বিশেষজ্ঞরা। রাজধানীতে এক আলোচনাসভায় এক আলোচনায় একথা বলেন তারা। তবে পানি সংকট নিরসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে সহযোগিতার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। সংবিধান, পানি আইন, নীতিমালা ও উচ্চ আদালতের নিদের্শনা অনুসরণ করে পানি খাতে সুশাসন নিশ্চিতকরার আইনগত উদ্যোগ নিয়ে এই মত বিনিময়। এতে তুলে ধরা হয় সুপেয় পানির সংকট, আর্সেনিক সমস্যা, জলাধার দখল ও নদীভরাটের চিত্র। পানি খাতের সংকট ও পরিবেশ রক্ষা নিয়ে সরকারের আইন থাকলেও তা বাস্তবায়নে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। জলাধার রক্ষা আর পানি ব্যবস্থাপনায় সরকারের ঘাটতি থাকলেও সুশীল সমাজকে আরো সক্রিয় ভাবে মাঠে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। একই সঙ্গে অপচয় রোধে পানির মূল্যমান নির্ধারনের প্রস্তাব দেন তিনি। তবে শুধু পানি খাত ন,  প্রাকৃতিক বিপর্যয় মুক্ত দেশ গড়তে দূর্নীতি বন্ধ করতে হবে বলে মত দেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব। আলোচনায় বিভিন্ন বেসরকারী সংস্থার পক্ষ থেকে পানি সম্পদের সুষ্ঠ ব্যবহার এবং কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে নিরাপদ পানি সরবরাহের দাবি জানানো হয়।