ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি নিহত

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:৪৭ পিএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নব্য জঙ্গিগোষ্ঠী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনা চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাঠের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি চাপাতি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির নাম আরমান আলী (৪২)। তিনি ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের বাসিন্দা।

আহত চার পুলিশ সদস্য হলেন—দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল, এসআই সুব্রত, কনস্টেবল সজীব ও নওশাদ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানের ভাষ্য, আরমান নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশে সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল সন্ত্রাসী নাশকতার জন্য বোয়ালিয়া মাঠের বটতলায় বৈঠক করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয় পক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পরে ঘটনাস্থল থেকে নব্য জেএমবি সদস্য আরমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন।

//আর//এআর