ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিশ্ব একাদশের হয়ে খেলতে সেপ্টেম্বরে পাকিস্তান যাচ্ছেন তামিম

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আইসিসির পক্ষ থেকে মেইল করে জানানো হয়েছে, টেস্ট খেলুড়ে ৭টি দেশ থেকে বাছাই করা হয়েছে তারকায় ঠাসা ১৪ জনের নাম যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তামিম

আইসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সদস্যের এই দলের নেতৃত্বে দিবেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। ম্যাচ তিনটি আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলেন, আমি সত্যিই রোমাঞ্চিত যে, প্রথমবারেরমত লাহোর সফরে যাচ্ছি। সেখানে নিজের আসল ক্রিকেটটাই খেলার চেষ্টা করবো। সবচেয়ে বড় কথা, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর যে চেষ্টা তাতে অংশীদার হতে পেরে নিজের কাছেই যেন ভালো লাগছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট নাজম শেঠি বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য শুভ মুহূর্ত রচনা হতে যাচ্ছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে দরজা উন্মুক্ত করতে যাচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজ। এ কারণে স্বাভাবিকভাবেই আমরা উল্লসিত।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আমি বিশ্বাস করি, এই ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে পাকিস্তানে শুধু নিয়মিত সিরিজ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের একটা কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) এই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। পাকিস্তান এই সিরিজের নাম দিয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ। যেন এই সিরিজটির মধ্য দিয়ে দীর্ঘদিনের পরাধীনতা থেকে মুক্তি মিলছে তাদের।

১৪ সদস্যের আন্তর্জাতিক একাদশ: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), পল কলিংউড (ইংল্যান্ড), বেন কাটিং (অস্ট্রেলিয়া), গ্র্যান্ড ইলিয়ট (নিউজিল্যান্ড), তামিম ইকবাল (বাংলাদেশ), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মরনে মর্কেল (দক্ষিণ আফ্রিকা), টিম পাইন (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলংকা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)।

 

//আর//এআর