সিনাওয়াত্রার মামলার রায় পিছিয়েছে
প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:২১ পিএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার অভিযোগে করা মামলার রায় পেছানো হয়েছে। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করেন।
রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। দীর্ঘ-বিলম্বিত এই রায়কে কেন্দ্র করে দেশটিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
চালে ভর্তুকির কর্মসূচিটি ছিল ইংলাক সরকারের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কেনা হয়। এই কর্মসূচিটি কৃষকদের কাছে জনপ্রিয় ছিল। এই কর্মসূচিতে দেশটিতে চালের বিশাল মজুত সৃষ্টি হয় এবং ক্ষতি হয় প্রায় ৮০০ কোটি ডলার। তবে ওই কর্মসূচিতে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ইংলাক।
২০১৪ সালের ২২ মে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করার কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। তিনি স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। সূত্র: বিবিসি।
//আর//এআর