ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সাউথ-সাউথ এবং ট্রায়াঙ্গুলার কো-অপারেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৪:৪০ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

A2Iনাগরিক সেবার উদ্ভাবনকে তরান্বিত করার লক্ষে সাউথ-সাউথ এবং ট্রায়াঙ্গুলার কো-অপারেশন পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগামের উদ্যোগে “সাউথ-সাউথ এন্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ফর পাবলিক সার্ভিস ইনোভেশন, শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এই ডায়ালগের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন অভিজ্ঞতা উন্নয়নশীল দেশের কাছে তুলে ধরা এবং উন্নত দেশের অভিজ্ঞতা বাংলাদেশে উদ্যোগকে কাজে লাগানো। গত বছর জি-টু-জি আওতায় মালদ্বীপের সাথে এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, সরকার আইনের মধ্যে থেকে কিভাবে নাগরিক সমস্যা সমাধান করা যায় সেই চেষ্টা করছে।