ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:৪৫ পিএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন অংশে তীব্র যানজট দেখা দেওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে ঘরমুখী যাত্রীদের।

শুক্রবার সকালে কুমিল্লার পদুয়ার বাজার, বিশ্বরোড রেলওয়ে ওভারপাস, গৌরীপুর, দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ লাইন ও ধীরগতি দেখা গেছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ নাথ গণমাধ্যমকে জানান, চালকদের প্রতিযোগিতা ও যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর কারণে এ যানজট দেখা দেয়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এদিন ভোর সাড়ে ৬টায় মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারে ও কুমিল্লার গৌরীপুর এলাকায় প্রায় ৮ কিলোমিটার জট লাগে। দুপুর গড়িয়ে গেলেও এই জট কমেনি।

আর/ডব্লিউএন