সিরিজ জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি : মুশফিক
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ বাংলাদেশের জেতার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।
তবে দুই টেস্টের এই সিরিজে সাফল্য পাওয়া অসম্ভব নয় বলেও মনে করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দলের সাফল্যে দৃঢ় আশাবাদী মুশফিক বলেন, আমাদের মনে রাখতে হবে অস্ট্রেলিয়া খুবই পেশাদার একটি দল। তাদের বিপক্ষে ভালো করা খুব একটা সহজ হবে না। তবে অবশ্যই আমরা জেতার জন্য খেলব। দুই বছর ধরে আমরা দারুণ ক্রিকেট খেলছি, সে ধারাবাহিকতায় খেলোয়াড়রা খুবই আত্মবিশ্বাসী এই সিরিজে সাফল্য পেতে। তবে তা অসম্ভব নয়। ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে কাল রোববার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ থেকে ৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচদিন সামানতালে লড়তে হবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে একটা টেস্টে সাফল্য পাওয়া খুব একটা সহজ নয়। এ জন্য আমাদের প্রতিটি বল, প্রতিটি সেশন হিসাব কষে খেলতে হবে। একটা ভুল ম্যাচে আমাদের অনেকটাই পিছিয়ে দিতে পারে। এ সব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
//এআর