ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করে অসাম্প্রদায়িক দেশ গড়তে র‌্যাব বিশেষ ভূমিকা পালন করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৬ রবিবার

সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করে অসাম্প্রদায়িক দেশ গড়তে র‌্যাব বিশেষ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। তনু হত্যায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে দরবারের আয়োজন করা হয়। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেশকিছু সদস্যকে সম্মাননা দেন তিনি। এ’সময় আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে, এই বাহিনীর বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানান র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযানসহ দেশে সার্বিক আইন শৃংখলা রক্ষায় র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাবের ধারাবাহিক অভিযানের কারণে দেশ জঙ্গিমুক্ত হচ্ছে বলেও জানান তিনি। কলেজ শিক্ষার্থী তনু হত্যায় জড়িতদের ছাড় দেয়া হবেনা বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।