ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার দূতের কাছে ঢাকার উদ্বেগ

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ১১:১৪ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার

রাখাইনে সহিংসতার কারণে রোহিঙ্গাদের বাংলাদেশমুখী হওয়ার প্রেক্ষাপটে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  আজ শনিবার বিকেলে তাকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুবুজ্জামান।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে গত বৃহস্পতিবার রাখাইনে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, রোহিঙ্গারা যেন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে অং মিন্টের কাছে একটি অনানুষ্ঠানিকপত্র হস্তান্তর করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সম্প্রতি ৩০টি পুলিশ তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। সেনাবাহিনীর অভিযানের নৃশংসতার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। ওই হামলায় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্যসহ মোট ৭৭ জন নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা এখন কক্সবাজারের উখিয়ায় নাফ নদীর তীরে অবস্থান করছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করে শুরু হওয়া এই সহিংসতার বিষয়ে তথ্য রাখছে বাংলাদেশ এবং মিয়ানমারের বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে নিরাপরাধ মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছর ৯ অক্টোবর সন্ত্রাসী হামলার পর একই ধরনের সেনা অভিযানের মুখে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামার কথাও বৈঠকে উল্লেখ করেন সচিব। সে সময় প্রায় ৮৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার বেসামরিক নাগরিক সীমান্তে জড়ো হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে মিয়ানমারের দূতকে অবহিত করেন সচিব।

ডব্লিউএন