ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বগুড়ায় সমাজকল্যাণ সংগঠনের ত্রাণ বিতরণ

প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ১০:৫৫ পিএম, ২৬ আগস্ট ২০১৭ শনিবার

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের কষ্ট লাঘবে ‘দেশ সমাজ কল্যাণ সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠন গত ২৪ ও ২৫ আগস্ট বগুড়ার চারটি স্থানে ত্রাণ বিতরণ করেছে। বগুড়ার ধনুট, কামালপুর, রাহাদাও সহ চারটি স্থানের পানিবন্দি অসহায় মানুষকে শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরন করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

৪০ জনের টিম এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকলের সহযোগিতায় প্রায় ১৩শ মানুষের হাতে ত্রান পৌঁছে দিয়েছে “দেশ সমাজ কল্যাণ সংগঠন”। যমুনা নদীর ওপারে রাহাদাও এলাকায় দেশ সমাজ কল্যাণ সংগঠন ত্রাণ পৌঁছে দিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা পারুল বেগম। সামান্য কিছু ত্রাণ নিতে বহু দূর থেকে শত শত মানুষকে নৌকা, টলারে ছুটে আসতে দেখা গেছে।

দেশ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি নূরে আলম জীবন বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। অনেকের কাছেই আমাদের হাত পেতে চাইতে হয়েছে, নিজের জন্য নয়, মানবতার জন্য। আল্লাহর অশেষ রহমতে অনেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা যেন তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামার্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন।

এ ত্রাণ কার্যক্রমে এলিট ফোর্স সিকিউরিটিসহ সংগঠনের সাইফুল ইসলাম বুলবুল, মো. হাসান, রবিন হোসেন, সাইফুল ইসলাম সুফল, মো. মুন্না, জাকারিয়া, ফারুক হোসেন শ্রাবণ, মাজহারুল ইসলাম আকাশ, ইকবাল হোসেন, রাসেল হোসেন সহযোগিতা করেছে।

আরকে/ডব্লিউএন