ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আশা জাগিয়ে প্যাভিলিয়নে তামিম

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

সাকিব আল হাসানের সঙ্গে দেড়শ’ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে গেলেন তামিম ইকবাল। দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর এই জুটি প্রতিরোধ গড়ে তোলেছিলন। আশাও জাগিয়েছিল। দুজন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার সংগ্রাম করছিলেন। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিনে কাট করতে গিয়ে আউট হন তামিম।

মন্থর উইকেটের জন্য বল একটু দেরিতে এলে ঠিক মতো শট খেলতে পারেননি। সহজ ক্যাচ চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড ওয়ার্নারের কাছে।

১৪৪ বলে তিনটি ছক্কা আর ৫টি চারে ৭১ রান করে তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে সাকিব আল হাসানের ১৫৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

তামিমের বিদায়ের সময় দলের স্কোর ১৬৫/৪। সাকিবের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

 শূন্য রানে ইমরুল-সাব্বিরের ফেরা
 
প্যাট কামিন্সের দারুণ বোলিং আর ব্যাটসম্যানদের বাজে শটে ঢাকা টেস্টের প্রথম সকালেই চাপে বাংলাদেশ। আগের ওভারে সৌম্য সরকারকে বিদায় করা ডানহাতি এই পেসার পরপর দুই বলে ফিরিয়েছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে। দুই জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
 
জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো পারেননি ইমরুল। ব্যাটের নিচের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান ম্যাথু ওয়েড। পরের বলে উইকেটররক্ষক ওয়েডকে সহজ ক্যাচ দেন সাব্বির। শট খেলার সময় ব্যাট মাটিতে লেগেছিল কিন্তু ব্যাটের কানায় বলের স্পর্শ তার না বোঝার কোনো কারণ নেই। অমন ক্যাচ দেওয়ার পরও কেন রিভিউ নিয়েছিলেন তিনিই। 
 
৪ ওভারে ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। নিজেদের ৫০তম টেস্টে জুটি বেঁধেছেন বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

 

সৌম্যর পর দ্রুত বিদায় ইমরুলের
 
খোঁচ মেরে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে পিটার হ্যান্ডসকমের হাতে ধরা পড়েছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দুটি চারে ৮ রান করে সৌম্য ফেরার সময় বাংলাদেশের স্কোর ১০/১। নিজের ৫০তম টেস্ট খেলা তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। 

নেই মুমিনুল, একাদশে নাসির

টসের একটু আগেও ব্যাটিং অনুশীলন করছিলেন নাসির হোসেন, তাকে বল থ্রো করছিলেন মুমিনুল হক। সম্ভাব্য একাদশের চিত্র ফুটে ওঠে এতেই। ২ বছর পর টেস্ট খেলছেন নাসির। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় দলে ফেরা মুমিনুলের ফেরা হয়নি একাদশে।

একাদশে ফিরেছেন শফিউল ইসলামও। একাদশে নেই লিটন দাস। তার মানে সবশেষে টেস্টের মত কিপিং করবেন মুশফিকুর রহিম। তাইজুল ইসলামকে সহ বাংলাদেশ নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

অস্ট্রেলিয়ার একাদশ আগের দিন সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। একাদশে ফিরেছেন উসমান খাওয়াজা। চার বছর পর টেস্ট খেলবেন অ্যাশটন অ্যাগার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হেইজেলউড। সূত্র : ক্রিকইনফো

//এআর