ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সাকিব-মিরাজে কাঁপছে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৯:২০ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের টপ অর্ডারেরও ধ্বস নেমেছে। মাত্র ১৪ রানেই তিন উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া।

৫.৩ ওভারে অজিদের টপ অর্ডারে প্রথমেই আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান। তার বলে এলবিউব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সপ্তম ওভারের বলিং অ্যাটাকে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই ম্যাট রেনশ সাকিবের ঘূর্ণি বল লেগে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রান কভার করতে পারেননি ওসামন খাজা। এর আগেই মুশিফিকুর রহিম ও সৌম্য সরকারের প্রচেষ্টায় রান আউটের শিকার হন তিনি। এই ওভারেই সাকিব আল হাসানের ঘূর্ণি বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন নাথান লিউন। শেষ পর্যন্ত মিরপুর টেস্টের প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ করে সফরকারীরা।

২৪২ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় ইনিংস শুরু করবে অজিরা। ক্রিসে আছেন ম্যাট রেনশ ও অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

এর আগে রাজধানী মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ১০ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোরবোর্ডে ১০ রান উঠাতেই মূল্যবান তিনটি উইকেট খুইয়েছে বাংলাদেশ। ১.৫ ওভারে প্যাট কামিন্সের বলে হ্যান্ডকমের হাতে ক্যাচ তুলে দিয়ে সজঘরে ফিরলেন সৌম্য সরকার। চতুর্থ ওভারে সৌম্য সরকারের দেখানো পথে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন ইমরুল কায়েসও। আর পরের বলেই আউট সাব্বির রহমান। কামিন্সের বলে ম্যাথু ওয়েডের হাত ক্যাচ তুলে দিয়ে সজঘরের পথ ধরেন সাব্বির রহমান। রানের ঝুলিটা শূন্য রেখেই আউট হলেন ইমরুল কায়েস ও সাব্বির। বাংলাদেশের টপ অর্ডারকে বিধ্বস্ত করলেন কামিন্স।

কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই ইনিংস গড়েছেন দেশের হয়ে নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চতুর্থ উইকেটে এই দুজনের যোগ করা ১৫৫ রানেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। তামিম ৭১ রানে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন সাকিব। তাঁর উইকেটটি নাথান লায়নের। এরপর ষষ্ঠ উইকেটে মুশফিক-নাসিরের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।  

ব্যক্তিগত ১৮ রানে অ্যাস্টন অ্যাগারের শিকার হন অধিনায়ক মুশফিক। একটু পরে আউট হয়ে গেছেন মিরাজও (১৮) ও নাসির (২৩)। আউট হওয়ার আগে সফিউল ইসলাম করেন ১৩ রান। আর শূন্য রানে অপরাজিত থাকেন কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান।

সাকিব-তামিমের জুটিটি টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ১৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় তামিম সাজান নিজের ইনিংসটি। ম্যাক্সওয়েলের হঠাৎ লাফিয়ে ওঠা বলে নিয়ন্ত্রণ হারিয়ে আউট হন এ ওপেনার। টেস্টের প্রথম দিনই উইকেটে দেখা যাচ্ছে অসমান বাউন্স। সেটিরই সুবিধা নিয়েছেন অস্ট্রেলীয় বোলাররা। সাকিবের ইনিংসটি পাল্টা আক্রমণকে পুঁজি করে। ১৩৩ বলে তাঁর ৮৪ রানের ইনিংসে ছিল ১১ বাউন্ডারির মার।

অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট লাভ করেন প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাডগার ও নাথান লিউন । আর গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট। আগামীকাল ১৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে সফরকারীরা।