ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্বামীর চিকিৎসায় আনোয়ারাকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ১০:৫৪ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

স্বামীর চিকিৎসার জন্য বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে গণভবনে  আনোয়ারার হাতে টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী । এ সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। সংবাদটিতে বলা হয়, তিনি সাহায্য চান না, মুক্তিযোদ্ধা স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

এ সংবাদটি দেখার পর শেখ হাসিনা তার ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য।

উল্লেখ্য, গত জুলাই মাসে প্রযোজকদের কাছে পাওয়া টাকা ফেরত চান আনোয়ারা। এজন্য স্বামী মহিতুল ইসলামের চিকিৎসার খরচ ঠিকভাবে বহন করতে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর সহযোগিতা চান।

কেআই/ডব্লিউএন