ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

প্রথম দিন শেষে আমরা এগিয়ে আছি: সাকিব

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

মিরপুর টেস্টের প্রথম দিন দেশে বাংলাদেশ সামান্য এগিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দিন শেষে টাইগাররা অজিদের উপর যে চাপ তৈরি করেছে তা দ্বিতীয় দিনেও অব্যাহত রাখ হবে মনে করেন তিনি।

টেস্টের প্রথম দিন শেষে মিডিয়া কনফারেন্সে এসে এসব কথা বলেন সাকিব আল হাসান। তিনি বলেন, “প্রথম দিন শেষে আমরা সামান্য এগিয়ে রয়েছি। তাদের আর সাতটি উইকেট বাকি আছে। দ্বিতীয় দিনে তাদের উপর এই চাপ অব্যাহত রাখতে হবে।”

প্রথম ইনিংসে সাকিবের ব্যাটিং পজিশন ছিলো পাঁচে। দলের ইনিংস শুরুর ১৫ মিনিটের মধ্যে তাই নিশ্চয়ই ব্যাটিংয়ে নামার আশা করেননি সাকিব। করতে হলো তাকে সেটিই। ১০ রানেই যে দল হারিয়ে ফেলল ৩ উইকেট!
সাকিব উইকেটে গিয়ে পেলেন তামিম ইকবালকে। ৫০ টেস্টে দুজন জুটি বাঁধলেন মাত্র পঞ্চমবার। সেই নড়বড়ে অবস্থা থেকে দলকে টানলেন। কঠিন উইকেটে গড়লেন ১৫৫ রানের অসাধারণ জুটি। দলের প্রায় ৬০ শতাংশ রান এসেছে এই জুটি থেকেই। সাকিবের মতে, এই জুটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, “অনেকটা চ্যালেঞ্জিং ছিলো। আমার কাছে মনে হয়, আমরা দুজন খুব ভালো অ্যাপ্লাই করতে পেরেছি নিজেদের। আমাদের জুটিটা ম্যাচের জন্য জরুরি ছিল।”
আগে জুটি খুব বেশি না হলেও সমস্যা খুব একটা হয়নি দুজনের। সাকিব জানালেন, উইকেটে খুব বেশি কথাও হয়নি। স্রেফ নিজেদের কাজ করে গেছেন দুজন।

“ওভাবে কথা হয় না তো, স্রেফ ব্যাটিং করতে থাকা যতক্ষণ সম্ভব। প্রথম সেশন যাওয়ার পর আমরা আরও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু দুঃখজনকভাবে দুটো বল লাফিয়ে উঠেছিল। ওই জন্যই আমাদের উইকেটটা হারাই।
“আমার কাছে মনে হয়, আমাদের জন্য কাজটা সহজ ছিল। কারণ অনেক দিন একসঙ্গে খেলেছি। আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব আছে, এমনও নয় ব্যাপারটা। দুজনেরই ৫০ টেস্ট হচ্ছে। বোঝাপড়া নিয়ে শঙ্কা থাকার কথা নয়।”