ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

‘স্মিথই বড় হুমকি’

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ১১:৪১ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই তিন উইকেট খুইয়েছে সফরকারীরা। তাতে কী! তাদের প্রধান অস্ত্র তো রয়েছেনই। শুধু টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানই নন, স্পিনেও অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান। নাথান লায়ান যেমন স্টিভেন স্মিথকে তাদের ব্যাটিংয়ের প্রধান অস্ত্র হিসেবে দেখছেন ঠিক তেমনি সাকিব আল হাসানও তাকে বড় বাধা মানছেন।


টেস্টের প্রথম দিন বাংলাদেশকে ২৬০ রানে গুটিয়ে দিয়েও দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ৯ ওভার ব্যাট করেই হারিয়েছে তারা ৩ উইকেট। প্রথম দিনই স্পিনের সামনে অস্ট্রেলিয়ানদের মনে হয়েছে অসহায়। তবে শেষ বেলায় ছোট্ট উপস্থিতিতেই স্মিথ বুঝিয়ে দিয়েছেন, স্পিনে কেন তিনি দলের সেরা। ক্রিজে থাকা অবস্থায় যে ৭টি বলতিনি  খেলেছেন, তাতে খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি তাকে।


সাংবাদিক সম্মেলনে সাকিব বললেন, দ্বিতীয় দিনে স্মিথকে আউট করাই তার নিজের ও দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
“অবশ্যই ওই (স্মিথ) সবচেয়ে বড় হুমকি। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে। সর্বশেষ ও যখন ভারতে খেলেছে, কয়েকটা সেঞ্চুরি করেছে। ওর মতো বিশ্বমানের মতো ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। ওই এখন পর্যন্ত আমাদের বড় হুমকি।”


সবশেষ ভারত সফরে দল সিরিজ হারলেও তিনটি সেঞ্চুরি করেছিলেন স্মিথ। গত বছর শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশড হলেও স্মিথ ঠিকই করেছিলন সেঞ্চুরি, পেয়েছিলেন রান।