ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সাফারি পার্কে প্রথম হস্তি শাবকের জন্ম

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৮ আগস্ট ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২৮ আগস্ট ২০১৭ সোমবার

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি হাতির বাচ্চার জন্ম হয়েছে। রোববার রাত ১১টার দিকে হস্তি শাবকটির জন্ম হয়। পার্ক কর্তৃপক্ষ বলছে, আবদ্ধ পরিবেশে বন্য হাতির শাবক প্রসব দেশে এটাই প্রথম। এ নিয়ে এ সাফারি পার্কে হাতি পরিবারের সদস্য হল সাতটি।  


পার্কের ভেটেরিনারী সার্জন মো.নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ২০১৩ সালে ছয়টি বন্যহাতি সাফারি পার্কে এনে পোষ মানানো হয়। এদের মধ্যে দু’টি পুরুষ ও চারটি মাদি।


শাবকটির প্রসবকালীন ওজন ছিল প্রায় ৬০ কেজি। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি ওজন হয়। ১৮-২০ বছরে হাতি প্রজনন সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২মাস। সাধারণত চার-পাঁচ বছর পর একটি করে বাচ্চা প্রসব করে।


শাবক সাধারণত সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর। মা হাতিটিকে রোজ ২০ কেজি কলা গাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫০ কেজি আখ, ১০ কেজি গাজর, তিন কেজি জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে।
//এআর