ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

টেক্সাসে বন্যা : মৃত ২

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৮ আগস্ট ২০১৭ সোমবার

প্রথমে টর্নেডো, তারপর ভারি বর্ষণে তলিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরসহ বিভিন্ন এলাকা। বন্যায় এখন পর্যন্ত সেখানে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। হিউস্টন শহর ও এর আশপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার পানিবন্দি মানুষকে।

বন্যায় হিউস্টন শহরে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পানিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে হিউস্টনের দুটি বিমানবন্দর। এছাড়া নৌকার মালিকদের প্রতি বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে, শহরটিতে বন্যার পানি আরো বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। এবারের বন্যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, অঙ্গরাজ্যটির ২৫০টি রাস্তা পানির নিচে চলে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশক্রমে তিনি ১৯টি অঞ্চলে বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে জানিয়ে অ্যাবট বলেন, একসঙ্গে হিউস্টন, ভিক্টোরিয়া ও করপাস ক্রিস্টি শহরের বন্যা পরিস্থিতির মোকাবিলা করছেন তাঁরা।

এদিকে বন্যা পরিস্থির সার্বিক অবস্থা পরিদর্শনে মঙ্গলবার টেক্সাস যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরকে/ডব্লিউএন