মুক্তামনির ফের অস্ত্রোপচার শুরু
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
হেমানজিওমা রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে ফের অস্ত্রোপচার শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দোতলার অপারেশন থিয়েটারে (ওটি) তার ফের অস্ত্রোপচার শুরু হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ কথা জানিয়েছেন।
এর আগে গত ২৭ জুলাই এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমে মুক্তামনিকে ও তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এ সময়। পরে ই-মেইলে সিঙ্গাপুরের হাসপাতালটি জানায়, রোগটি ভালো হওয়ার নয় ও সেটি অস্ত্রোপচার করার মতোও নয়।
এ পর্যবেক্ষণ জানার পর মুক্তামনির চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড সভায় ঝুঁকিপূর্ণ হলেও বায়োপসি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে অনুসারে গত ৫ আগস্ট সফলভাবে মুক্তামনির বায়োপসি অপারেশন সম্পন্ন হয়। সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ গ্রামের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেন ও আসমা খাতুন দম্পতির মেয়ে মুক্তামনি।
//আর//এআর