ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাবিতে আসন প্রতি লড়বেন ৩৯ প্রার্থী

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০১৭ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার রাত ১০টায়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন।

এসময় বিভিন্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী, অনলাইন ভর্তি প্রক্রিয়ার আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মোট সাত হাজার ১২৩টি আসনের বিপরীতে  দুই লাখ ৭৭ হাজার সাতশ’ ১৫জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে। আসন প্রতি লড়বেন ৩৯ জন প্রার্থী ।

যার মধ্যে ক-ইউনিটের এক হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১হাজার একশ’ ৪৩জন, খ-ইউনিটের দুই হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩হাজার একশ’ ৬৪জন, গ-ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯হাজার নয়শ’ ৫৪জন, ঘ-ইউনিটের এক হাজার ৬১০টি আসনের বিপরীতে এক লাখ তিন হাজার দুইশ’ ৮২জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০হাজার ১শত ৭২জন আবেদন করেছে।

উল্লেখ্য, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার অনুষ্ঠিত হবে।   

ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট ২০১৭। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।