ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ক্রিকেটারদের জন্য ৬ কোটি টাকা বোনাস ঘোষণা

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৩০ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ৩০ আগস্ট ২০১৭ বুধবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতায় ঈদের আনন্দের সঙ্গে যোগ হয়েছে বাড়তি আনন্দ। আর এই আনন্দ যোগ করেছেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা। তাই টাইগারদের জন্য ছয় কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)। আগামীকালের মধ্যেই ক্রিকেটারদের বোনাসের টাকা দেওয়া হবে।

খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বোনাস ঘোষণা কথাটি জানান সভাপতি নাজমুল হাসান পাপন। তবে পাপনের বোনাস ঘোষণার মধ্যে থাকছেন টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি বিন মর্তুজাও।

কারণ, ছয় কোটি টাকার ভেতর চার কোটি টাকা দেয়া হচ্ছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনালে ওঠার জন্য আইসিসি থেকে প্রাপ্য। এ কারণে ওই চার কোটি টাকার মধ্যে অংশীদার হবেন মাশরাফিও। বাকি দুই কোটি টাকা দেয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য।

বোনাস ঘোষণা দিতে গিয়ে পাপন বলেন, `চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য আইসিসির কাছ থেকে আমরা চার কোটি টাকা পেয়েছি। ওই টাকাটার সঙ্গে আজকে এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দের দুই কোটি টাকা আমরা ঈদের আগেই, কালকের মধ্যে ভাগ করে দেব।`

শুধু খেলোয়াড়দের জন্যই বোনাস ঘোষণা করেনি বিসিবি। গ্রাউন্সম্যান থেকে শুরু করে বোর্ডের সব কর্মকর্তার জন্যই ঈদের আগে বোনাস ঘোষণা করা হয়েছে।

ডব্লিউএন