‘চট্টগ্রামেও জিতবে বাংলাদেশ’
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩১ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৮ পিএম, ৩১ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। অবহেলার শিকার হয়ে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে।
জ্যামাইকা তালাওয়াহসের হয়ে সিপিএলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সেখানে থাকলেও তার মন পড়ে রয়েছে বাংলাদেশেই। সাকিব-তামিম-মুশফিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন খেলছেন, কী করছেন- সে সব খবরাখবরের দিকেই তার দৃষ্টি সারাক্ষণ। শেষ পর্যন্ত মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।
জয়ের পরই পরই সতীর্থদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ। বিশেষ করে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের প্রশংসা করেছেন রিয়াদ। ফেসবুকে নিজের পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, কী অসাধারণ একটি জয়! সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বিস্ময়কর। দুর্দান্ত এই জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। আশা করি, চট্টগ্রাম টেস্টেও জিতবে বাংলাদেশ।
কিছুদিন আগেও মাহমুদউল্লা ছিলেন দলের অপরিহার্যয় সদস্য। শ্রীলঙ্কা সফরেই দল থেকে বাদ পড়েছিলেন রিয়াদ। এখন অনেকটাই উপেক্ষিত বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা এ মিডলঅর্ডার।