ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শুক্রবার ১শ` গ্রামে ঈদ

প্রকাশিত : ১০:৩১ পিএম, ৩১ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম ও চাঁদপুরের বিভিন্ন উপজেলার নির্দিষ্টসংখ্যক মানুষ আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। চট্টগ্রাম জেলার ৭ উপজেলার প্রায় ৬০ গ্রাম ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় ৪০ গ্রামের মানুষ আগামীকাল শুক্রবার অতীতের মতো এবারও একদিন আগে কোরবানি দিচ্ছেন।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরীফের মুরিদেরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগে কোরবানি দিচ্ছেন। দরবার শরীফের মুরিদরা রোজা পালন এবং ঈদুল ফিতরও একদিন আগে উদযাপন করে থাকেন।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র ও মির্জাখীল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী জানান, মির্জাখীলের প্রায় পুরো গ্রামের মানুষ শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি দেবেন। প্রায় ২০০ বছর ধরে মির্জাখীল দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সাথে মিল রেখে এক দিন আগে রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। যেসব এলাকায় দরবার শরীফের মুরিদ বেশি রয়েছেন তারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও কোরবানি করবেন। আর যেখানে দরবার শরীফের ভক্ত কম সেসব এলাকার মুরিদেরা মির্জাখীল দরবার শরীফে এসে ঈদের নামাজ আদায় করবেন।

জানা যায়, মির্জারখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা শেখুল আরেফীন প্রায় ২০০ বছর পূর্বে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে তারাবির নামাজ আদায়, রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় দিবস পালন শুরু করেন। এরপর থেকে তার খলিফা ও মুরিদেরা একই নিয়মে ঈদুল আজহাসহ অন্যান্য দিবস পালন করে আসছেন। শুক্রবার সকাল ১০টায় দরবার শরীফের বর্তমান পীর মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজ পড়াবেন বলে জানা গেছে।

আরকে/ডব্লিউএন