ঢাকা এখন ফাঁকা
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:২৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার
ঈদের ছুটিতে নগরীর কর্মব্যস্ত মোড়গুলো এখন অনেকটাই ফাঁকা। নেই নিত্যদিনের কোলাহল আর ব্যস্ততা। যানজটমুক্ত ঢাকায় অনেকেই তাই ঘুরতে বেরিয়েছেন পরিবার-পরিজন নিয়ে। ফাঁকা পথে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর মজাই যেন অন্যরকম।
ফাঁকা ঢাকার নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আজ রোববারও অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি।
নির্বিঘে গাড়ি চালাতে পেরে খুশি চালকরা। ঈদে রিকশাও চলছে রাজপথে। উপার্জনও ভালো বলে জানালেন রিকশা চালকরা।
জাহিদ নামে ঢাকার স্থানীয় একজন বলেন, আসলে অন্যান্য দিনে তেমন ঘুরতে আসা হয় না। আজ ফাঁকা রাস্তা, যানজট নেই তাই পরিবার নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। ভালই লাগছে ফাঁকা ঢাকাকে, তবে ঈদের আনন্দে মিস করছি ঢাকার কোলাহলকে।
খুব দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট চালক ও যাত্রীরা। তবে ফাঁকা ঢাকায় গাড়ি সাবধানে চালাতে হচ্ছে বলে জানান চালকরা।
সহিদুল ইসলাম পেশায় একজন ড্রাইভার। তিনি রাজধানীতে গত ৬ বছর ধরে গাড়ি চালিয়ে আসছেন। তিনি বলেন, ঈদে আমাদের বাড়তি আনন্দ দেয় রাজধানীর ফাঁকা রাস্তা। কম সময়ে আমরা যেমন যেতে পারি, যাত্রীরাও ভোগান্তিতে পড়েন না।
এদিকে, ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসীকে সবসময় নিরাপদে চলাচল করতে সহায়তা করতে রাজধানীর সড়কগুলোতে কর্মরত আছেন ট্রাফিক সার্জেন্টরা।
আর/ডব্লিউএন