ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

জিকা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ায় গাড়ির নাম পাল্টে দিতে যাচ্ছে টাটা

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

বিশ্বব্যাপী জিকা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ায় গাড়ির নাম পাল্টে দিতে যাচ্ছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা। জিপ্পি কার- সংক্ষেপে 'জিকা' নামে নতুন গাড়ি বাজারে আনতে যাচ্ছিল টাটা। কিন্তু সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে একই নামের ভাইরাস ছড়িয়ে পড়ায় জরুরী অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ ঘোষণার পরই নাম বদলের সিদ্ধান্তের কথা জানায় টাটা। আজ বুধবার দিল্লিতে মোটর শোতে আপাতত জিকা নামেই গাড়িটির প্রদর্শন শুরু হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নাম দেবে টাটা। এ গাড়িটির বিজ্ঞাপনের মডেল বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি।