ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

জখম নিয়ে সিএমসিতে আরও পাঁচ রোহিঙ্গা

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

গুলি আর বোমার জখম নিয়ে বাংলাদেশে প্রবেশের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা এ রোহিঙ্গারা রোববার রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, আহতরা হলেন গুলিবিদ্ধ মো. ইউনুস (২০), মো. আলম (২০), বশির উল্লাহ (৬৫) ও খালেদ হোসেন  (২৫) এবং বোমার আঘাত পাওয়া হোসাইন জোহা (২২)। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নতুন করে দমন অভিযান শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা প্রতিদিনই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন।

আর/ডব্লিউএন