ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

মিরাজকে প্লট দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজকে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুত প্লট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিরাজের হয়ে তার বাবা মো. জালাল হোসেন গত ২৪ আগস্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলতে মিরাজ বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। সেখান থেকে খুলনায় ফিরলে মিরাজকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে বলে জানা গেছে।

নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি মিরাজের নামে বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এক হাজার টাকা প্রতীকী মূল্যে  প্রধানমন্ত্রী মিরাজকে ওই জমি অনুমোদন করেছেন।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য খুলনায় বাড়ি বানিয়ে দেয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে তিনি খুলনার জেলা প্রশাসককে নির্দেশ দেন।

মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে দারিদ্র্যের সঙ্গে তার লড়াইয়ের গল্প সংবাদমাধ্যমে উঠে আসার পর প্রধানমন্ত্রী ওই নির্দেশ দেন।

তরুণ এই অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন। দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে এই অফ স্পিনার হন ম্যান অব দ্য সিরিজ। তার কৃতিত্বেই দ্বিতীয় টেস্ট জয় পায় বাংলাদেশ, ১-১ সমতায় শেষ হয় টেস্ট সিরিজ।

ডব্লিউএন