অ্যাপলের সাহায্য ছাড়াই সান বার্নাডিনো হামলায় জড়িত রিজওয়ানের আইফোনটি আনলক করল এফবিআই
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:২৭ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার
অ্যাপলের সাহায্য ছাড়াই অবশেষে সান বার্নাডিনো হামলায় জড়িত রিজওয়ান ফারুকের আইফোনটি আনলক করল এফবিআই।
গেল মাসে অ্যাপলকে হামলাকারীর আইফোনটি অনলক করার নতুন সফটওয়্যার বানানোর আদেশ দেয় আদালত। কিন্তু সে আদেশকে আইফোনের নিরাপত্ত্বার জন্য হুমকি বলে অভিযোগ করে কোম্পানিটি। এরপর অ্যাপলকে ছাড়াই আইফোন আনলক করার ঘোষণা দেয় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোতে সন্ত্রাসী হামলায় নিহত হয় ১৪ জন। কিন্তু নিহত হামলাকারী নিজওয়ান ফারুকের ব্যহৃরত আইফোনটি লক থাকায় তা থেকে তথ্য পেতে ব্যার্থ হয় গোয়েন্দা সংস্থা।