ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ব্রাজিলের জয়যাত্রা আটকে দিল কলম্বিয়া

প্রকাশিত : ১০:০৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৪:২৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা ব্রাজিল অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছিলতিতের অধীনে অদম্য হয়ে ওঠা দলটির গতিরোধ করল কলম্বিয়াবুধবার বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মাঠে ১-গোলে ড্র করেছে তারা।

এর মাধ্যমে বাছাইপর্বে টানা নয় জয়ের পর পয়েন্ট হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন উইলিয়ানের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান রাদামেল ফালকাও।

কলম্বিয়ার মাঠে শুরুতে ছন্দে ছিল না ব্রাজিল। অন্যদিকে তুলনামূলক গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা প্রথমার্ধে দুটি সুযোগ পায়। ২৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও হামেস রুদ্রিগেসের দুর্বল শট ব্যর্থ হয়। এর ১০ মিনিট পরই ফালকাওয়ের জোরালো হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আলিসন।

বিরতির একটু আগে এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠের থেকে আলতো টোকায় উইলিয়ানের দিকে বল বাড়ান নেইমার। আর বিদ্যুৎ গতির শটে ডান পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন চেলসির মিডফিল্ডার।

খেলার দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের ক্রসে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন মোনাকোর স্ট্রাইকার ফালকাও।

তবে জয়যাত্রায় বাধা পড়লেও অপরাজেয়ই রইলো ব্রাজিল। প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি তারা। তারা অপরাজিত ১৫ ম্যাচ।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে, ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া। পেরু আর্জেন্টিনার সমান ২৪ পয়েন্ট নিয়ে বেশি গোল করার সুবাদে চতুর্থ স্থানে আছে। আর ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে আর্জেন্টিনা।

জমে ওঠা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের বাকি আর দুই রাউন্ড। প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

//আর//এআর