ওয়ার্নারকে ফেরালেন মুস্তাফিজ
বড় সংগ্রহের দিকে অষ্ট্রেলিয়া
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৪:২৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। ভেঙে গেছে গেছে ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্বের জুটি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আসা এই জুটি থেমেছে ১৫২ রানে। হ্যান্ডসকম্ব দ্রুত রান নিতে গিয়ে ব্যক্তিগত ৮২ রানে সাকিব আল হাসানের সরাসরি থ্রোতে রানআউট হয়েছেন। এর কিছুক্ষণ পরই আঘাত হানেন মুস্তাফিজ। তার বলে কট বিহাইন্ড হন ওয়ার্নার ১২৩ রানে। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৯৮। ৫ রানে পিছিয়ে থাকলেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অজিরা।
সঙ্গী হারালেও ১০৫ রান নিয়ে ওয়ার্নার উইকেটে আছেন। হ্যান্ডসকম্বের বিদায়ের পর তাঁর সঙ্গে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্নার তুলে নিয়েছেন তাঁর ২০তম টেস্ট সেঞ্চুরি। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি। ২১৪ বলে ১০৫ রান করেন তিনি। বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি। আর হ্যান্ডসকম্ব তাঁর ৮২ রানের ইনিংসটি খেলেন ১৪৪ বলে। যার মধ্যে ছিল ৬টি চারের মার। সূত্র : ক্রিকইনফো।
//আর//এআর