ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

৩৭৭ রানে অলআউট অস্ট্রেলিয়া

শুরুতেই হোচট, সৌম্য আউট

প্রকাশিত : ১০:২৪ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

বুধবার বৃষ্টি হওয়ায় আড়াই ঘণ্টার খেলা ভেস্তে যায়। এ কারণে চতুর্থ দিনের খেলা আজ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। তবে খেলা শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার বাকি দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি অষ্ট্রেলিয়া গুটিয়ে যায় ৩৭৭ রানে অষ্ট্রেলিয়া লিড পায় ৭২। শেষ উইকেটটি তুলে নেন কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান

অজিরা অল আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ১১ রান তুলতেই প্রথম উইকেট পড়ে যায়। সৌম্য ৯ রানে সাজঘরে ফিরেন। উইকেটে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৩/১। তামিম ব্যাট করছেন ৬ রানে, আর ইমরুল ৮ রানে।

এর আগে মোস্তাফিজ এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম কোনো বাংলাদেশি পেসার ৪ উইকেট নিলেন। চট্টগ্রামে টানা দুই টেস্টে চারটি করে উইকেট নিলেন মোস্তাফিজ। এর আগে তিনি এই মাঠে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টেও ৪ উইকেট নিয়েছিলেন। সেটি ছিল তার অভিষেক টেস্ট।

চতুর্থ দিন আজ ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান নাথান লিওন এবং স্টিভেন ও’কিফ খেলেন ১১ বল (১.৫ ওভার)। সাকিব আল হাসানকে দিয়ে দিনের উদ্বোধন করান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। তার ওভারটি রয়ে-সয়ে খেললেন দুই ব্যাটসম্যান। কোনো রান নিতে পারেনি তারা।

পরের ওভারে আসেন মোস্তাফিজুর রহমান। শুরু থেকেই তার বোলিং হচ্ছিল আউট সুইং-ইন সুইং দুই’ই। শেষ পর্যন্ত সোজা লেন্থের বলটি উইকেটে পিচ করার পর হালকা বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাটের কানায় খোঁচা দেন ব্যাটসম্যান নাথান লিওন। ক্যাচ চলে যায় প্রথম স্লিপে ইমরুল কায়েসের হাতে।

সুতরাং, ৩৭৭ রানেই শেষ হয়ে গেলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। তাদের লিড দাঁড়াল সেই ৭২ রানই।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। মুশফিকুর রহীম এবং সাব্বির রহমানের হাফ সেঞ্চুরির সুবাধে বাংলাদেশের রান দাঁড়ায় ৩০৫। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং পিটার হ্যান্ডসকম্ব ও স্টিভেন স্মিথের হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৩৭৭।

সূত্র : ক্রিকইনফো।

//আর//এআর