শূন্যতা
আহমেদ মুশফিকা নাজনীন
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

আজকাল আর স্বপ্ন দেখিনা
সমস্ত রাত এপাশ ওপাশ নির্ঘুম কেটে যায়।
চোখ মেলে তাকিয়ে থাকি সাদা চুনকাম করা দেয়ালের দিকে।
কী ভীষণ এক শূন্যতা সারা দেয়ালজুড়ে,
আমার হৃদয়জুড়ে।
রাতজাগা পাখিরা একটানা ডেকে যায়।
যেন বলে ঘুমাও মেয়ে
আর কত জেগে থাকবে?
রাত তো অনেক হলো
তবুও আমার ঘুম আসেনা।
স্বপ্ন চাই স্বপ্ন চাই বলে সমস্ত ধমনী হঠাৎ যেন চিৎকার করে ওঠে।
থাকতে পারিনা-
অবশেষে স্রষ্টার কাছে
নতজানু হয়ে বলি,
হে প্রভু, একটু ঘুমানোর জন্য
আমায় একটা স্বপ্ন দাও ! !