ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ড্রাইভিং সেন্টার চালু করলেন সালমন খান

প্রকাশিত : ১০:২৫ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

দুবাইয়ে একটি ড্রাইভিং স্কুলের উদ্বোধন করলেন সালমন খান! দুবাইয়ের আল কুয়োজ এলাকায় বেলহাসা ড্রাইভিং সেন্টারের পঞ্চম ব্রাঞ্চটি উদ্বোধন হল বৃহস্পতিবার। ভিরমি খাওয়ার মতোই কথা। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাথবাসীকে পিষে মারার অভিযোগ উঠেছিল যে ব্যক্তির বিরুদ্ধে, তিনি কিনা ড্রাইভিং স্কুলের মুখ! বেলহাসা ড্রাইভিং সেন্টারের মালিকের হলটা কী?

২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়ায় বলিউড তারকা সালমন খানের। প্রায় ১৩ বছর পর উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যান ‘ভাইজান’। ২০১৫-র ডিসেম্বরের শুরুতে, বোম্বে হাইকোর্ট রায়ে জানিয়েছিল, সালমন খান ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী ওই দিন তিনি নেশাগ্রস্ত ছিলেন তারও কোনও পাকাপোক্ত প্রমাণ মেলেনি। তাই ২০০২-এর ২৮ সেপ্টেম্বরের ওই রাতে সালমনের গাড়িটি কে চালাচ্ছিলেন তা কার্যত আজও রহস্য!

এমন পরিস্থিতিতে সালমনকে ড্রাইভিং স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘটনা কিন্তু টুইটারেত্তিতে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে শিরোনামে ‘ড্রাইভিং অ্যাম্বাসাডর সল্লু ভাই’!

সূত্র: গালফ নিউজ