ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেশের পুঁজিবাজার ফিরেছে ইতিবাচক ধারায়

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৩২ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার

dse-and-cseটানা পাঁচ কার্যদিবস দরপতনের পর ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৬টি, কমেছে ৯১টির, আর ৬০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩০৩ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৩১১ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯১টির, আর ৪৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।